গণমাধ্যমের জন্য বিএনপি মায়া কান্না করছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘গণমাধ্যমের জন্য বিএনপি এখন মায়া কান্না কানছে। তারা ক্ষমতায় থাকতে ১৩ জন সাংবাদিক বিএনপির সন্ত্রাসীদের হাতে খুন হয়েছিলেন। আর বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে।’
আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা নাগরিক পরিষদের আয়োজনে সমাজ সংস্কারে ঈমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপির এক দফা আন্দোলন তো নতুন না, ২০১৩ সাল থেকে খালেদা জিয়া সরকার পতনের আন্দোলন করে যাচ্ছেন। তাদের এই এক দফা আন্দোলন অতীতের মতো এবারও ব্যর্থতায় পরিণত হবে।’
এই সরকারের আমলে অনেক টেলিভিশনের ও পত্রিকার অনুমোদন দেওয়া হয়েছে।’
হানিফ আরও বলেন, প্রত্যেক দিন বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন, যেটা মিডিয়ায় প্রচারও হচ্ছে। দেশবাসীও দেখছে। গণমাধ্যমের যদি স্বাধীনতায় না থাকত তাহলে কি বিএনপির এসব মিথ্যাচার প্রচার হতো। বিএনপির এসব মিথ্যাচার বিভিন্ন মিডিয়ায় প্রচারের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ‘তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কখনও মাথা ব্যথা ছিল না, এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণও নেই। দেশের উন্নয়ন অগ্রগতি, ধারাবাহিকতা ও দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকার সবসময় সচেষ্ট রয়েছে।’
হানিফ আরো বলেন, দেশের পরিবেশ যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। বিএনপির এসব নাশকতামূলক কর্মকাণ্ড বা সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র এ ব্যাপারে সরকার সতর্ক ও সজাগ আছে। এগুলো নিয়ে যদি কখনো বিএনপি ষড়যন্ত্রের পথে হাটে, কেউ যদি দেশে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে তা কঠোরভাবে দমন করা হবে।’
জেলা নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌদা তরুণের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।