মডেল পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পুলিশ কর্মকর্তা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় করা মামলায় মডেল ও সাবেক টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) জেসমিন আক্তার। আজ মঙ্গলবার (১৭ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে সাক্ষ্য দেন তিনি।
এদিন সাক্ষ্য শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেন আদালত। এ মামলায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট রাজধানীর বারিধারা থেকে পিয়াসাকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশ। তারা পিয়াসার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট, আট বোতল বিদেশি মদ ও চার ক্যান বিয়ার জব্দ করেন। পরে, গুলশান থানায় করা মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে এই মডেলের কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ ঘটনায় পিয়াসা ও তার সহযোগী শারফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ভাটারা থানায় আরেকটি মামলা করা হয়।
২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ পিয়াসাকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।