ক্ষমতায় টিকে থাকার কোনো নীল নকশা কাজে আসবে না : গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের দাবি, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার নীলনকশা এবার আর কাজে আসবে না। গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে অচিরেই এই দখলদার সরকারকে মানুষ বিদায় দেবে। এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে মীরপুর-১২ নম্বর থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা এসব কথা বলেন।
সমাবেশে মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ বলেন, ‘মানুষের ভোটের অধিকার নিয়ে এই সরকারকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্বাচনের নামে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার কোন নীলনকশাও এবার আর কাজে আসবে না। লুটেরা মাফিয়া কোন গোষ্ঠীও আর এই ভোট ডাকাত দুর্নীতিবাজ সরকারকে রক্ষা করতে পারবে না।’
নেতারা বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ অচিরেই এই সরকারকে বিদায় দেবে।’ তারা নিজেদের অধিকার আর মুক্তি অর্জনে দেশের মানুষকে রাজপথ দখলে নেওয়ার আহ্বান জানান।
গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুভ।
সমাবেশ পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।