দেশে এখন আর মঙ্গার চিত্র দেখা যায় না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এখন আর মঙ্গার চিত্র দেখা যায় না। সরকারের অব্যাহত উন্নয়নের ফলে তৃণমূলের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (১৯ জুলাই) ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যোগাযোগের ক্ষেত্রে উন্নতি করেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের জন্য কাজ করে। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে।
ভৌগোলিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের জনসংখ্যাও অনেক বেশি। আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে গেলে অসাধ্য সাধন করা যায়। আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি।
দেশের চেয়ে আমাদের অর্থনীতি গতিশীল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, অর্থনীতির ওপর চাপ পড়েছে। তবে আমরা এসব কাটিয়ে ওঠার চেষ্টা করছি। দেশটা যাতে আর পিছিয়ে না যায়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।