শোভাযাত্রায় অংশ নিতে সমাবেশস্থলে জড়ো হচ্ছে আ. লীগ নেতাকর্মীরা
খণ্ড খণ্ড মিছিলে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সাতরাস্তায় জড়ো হচ্ছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতরাস্তায় সমাবেশ শেষে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
আজ বুধবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।
এরই মধ্যে সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছে ক্ষমতাসীন দলটি। পাশাপাশি চারদিকে মাইক দেওয়া হয়েছে। মাইকে কর্মসূচির ঘোষণার পাশাপাশি মিছিল নিয়ে আসা শাখার নেতাকর্মীদের অভিবাদন জানানো হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় সেখানে উপস্থিত আছেন হাজার হাজার নেতাকর্মী। তারা অপেক্ষায় আছেন শোভাযাত্রার।