চট্টগ্রামে বিএনপির মহানগর কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগে বিএনপির মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। আজ বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ করে ছাত্রদল, যুবদলের একটি অংশের নেতাকর্মীদের সঙ্গে নগরীর ওয়াসা এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের নির্বাচনি ক্যাম্পে ইট-পাটকেল নিক্ষেপ ও ক্যাম্পের সামনে থাকা কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের অভিযোগ, বিনা উসকানিতে বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম ১০ আসনের নির্বাচনি ক্যাম্পে ইট পাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও বেশ কয়েকজনকে মেরে আহত করে।
এ ঘটনার জের ধরে সরকারদলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে লাঠিসহ ধারালো অস্ত্র নিয়ে নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় বিভিন্ন সড়কে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে সড়কে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপপুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে ইট-পাটকেল নিক্ষেপ করায় ঘটনার সূত্রপাত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।