আগামীকাল ঢাকায় শোক র্যালি করবে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পদযাত্রায় নিহতের ঘটনায় রাজধানী ঢাকায় শোক র্যালি করবে রাজনৈতিক দলটি। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে।
আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।
মির্জা আব্বাস বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে। তাদের বিচার এই দেশের মাটিতেই হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গতকাল দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছে, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যে সমস্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার পাই পাই বিচার হবে।’
ইউরোপ-আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমরাতো তাদের দাওয়াত করে আনিনি। শুধু বিএনপি নয় সারাবিশ্বই সুষ্ঠু নির্বাচন চায়। এ দেশে নির্বাচন হয় না, গুম-খুন হয়। এ কারণেই তারা আসছে।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘১৫ বছরে অনেক অত্যাচার করেছেন। এবার হিসাবের পালা। জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ এবার তাদের ভোটের অধিকার সরকারের পতন ঘটিয়েই আদায় করবে।’
এর আগে, বেলায় ১১টায় উত্তরার আব্দুল্লাহপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়, যা যাত্রাবাড়ি চৌরাস্তায় এসে শেষ হয়।