আসামি শনাক্তে হিরো আলম ডিবি কার্যালয়ে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিনে হামলার ঘটনায় হামলাকারীদের শনাক্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গেছেন ‘একতারা’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা সাড়ে ৩টায় তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। হামলায় সরাসরি জড়িতদের শনাক্তের উদ্দেশ্যে তাঁকে ডাকা হয়েছে বলে হিরো আলম নিজেই এনটিভি অনলাইনকে এ বিষয়টি জানিয়েছেন।
হিরো আলম বলেন, ‘আমার ওপর হামলার ঘটনায় মামলা করেছি। এ হামলায় যারা জড়িত ছিল, তাদের শনাক্তে আমাকে ডিবির প্রধান হারুন অর রশিদ ডিবি কার্যালয় ডেকেছেন। সেজন্য এসেছি।’
এর আগে ১৭ জুলাই উপনির্বাচনের দিন বেলা সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করা হয়। মারধর থেকে বাঁচতে হিরো আলম দৌড়ে পালিয়ে যান। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ (২৫)।