ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির দাবি গণতন্ত্র মঞ্চের
ডেঙ্গু মোকাবিলায় অনতিবিলম্বে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। একই সঙ্গে সরকার ও সিটি করপোরেশনের চূড়ান্ত দায়িত্বহীনতার জন্য ডেঙ্গুর মারাত্মক বিস্তার ঘটেছে বলে দাবি এই জোটের।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ দাবি জানানো হয়। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুড়ান্ত দায়িত্বহীনতার জন্য ডেঙ্গুর বিস্তার ভয়াবহ আকার নিয়েছে।’ তারা জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিস্থিতি মোকাবিলায় জন-উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র যুগ্ম সচিব কামালউদ্দিন পাটোয়ারী প্রমুখ।