হাতিরঝিলে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর হাতিরঝিল লেকের পানি থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধুবাগ ব্রিজ সংলগ্ন লেকের পানি থেকে আজ শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আজ বিকেলে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন দেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিহতের নাম-ঠিকানা এখনো জানা যায়নি, তবে নিহতের বয়স ২৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।’
মুকুল রঞ্জন দেব বলেন, ‘নিহতের পরনে ছিল কালো ফুল হাতা শার্ট ও জিন্স। পুলিশের ধারণা, অন্তত দুদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’