শাহজাহানপুরে ছাত্রলীগনেতা হত্যা, তদন্ত প্রতিবেদন ১১ সেপ্টেম্বর
রাজধানীর শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ রুবেলকে (৩৬) কুপিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ শুক্রবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন।
এদিন আদালতে মামলার এজাহার ও এফআইআর (প্রাথমিত তথ্য বিবরণী) আসলে বিচারক তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে যান রুবেল। এ সময়অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথায়, ডান হাতে, কাঁধে, ডান পা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
এ ঘটনায় নিহত রুবেলের স্ত্রী তানজিনা বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।