কক্সবাজারে আরসার সামরিক কমান্ডার গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ শামলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক নূর মোহাম্মদ আরসার সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু ছালাম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সন্ত্রসীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান এখনও চলছে।’