রাজধানীতে মহাসমাবেশ করবে এলডিপি
রাজধানীতে মহসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিনে আগামী ২৭ জুলাই মহাসমাবেশ করার কথা জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম সদস্য এলডিপি। ওইদিন দুপুর দুটায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে রাজনৈতিক দলটি।
আজ শনিবার (২২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলটি থেকে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। অথচ, সারা দেশের মানুষ গণতন্ত্র চায়। নিজের ভোট নিজে দিতে চায়। কিন্তু, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই শেখ হাসিনার অধীনে নয়। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।