বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পাল্লা দিতে গিয়ে বাস উল্টে নিহত এক
ফরিদপুরের ভাঙ্গায় হানিফ পরিবহণের একটি বাস পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার (২২ জুলাই) দুপুর একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহণের একটি বাস এবং দোলা পরিবহণের মধ্যে প্রতিযোগিতায় ওভারটেক করতে গিয়ে দোলা পরিবহণ হানিফ পরিবহণটিকে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহণটি নিয়ন্ত্রণ হারিয়ে চাকা ফেটে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় হানিফ পরিবহণটির সুপারভাইজার ঘটনাস্থলে নিহত এবং ১৫ যাত্রী আহত হন। নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
মাদারীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আলী জানান, দোলা পরিবহণের একটি গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওভারটেকিংয়ের কারণে হানিফ পরিবহণের বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।