নার্সারি মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস পরিবেশমন্ত্রীর
নার্সারি মালিকদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। পাশাপাশি নার্সারি করার জন্য সরকারি জমি লিজ দেওয়ার বিষয়টিও দেখবেন বলে জানান তিনি। আজ রোববার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে ‘জাতীয় বৃক্ষ মেলা ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এই আশ্বাস দেন।
শাহাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় এ দেশের বন ও প্রতিবেশ সংরক্ষণ করা খুবই চ্যালেঞ্জের। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কার্যক্রমকে বৃক্ষরোপণ অভিযানে রূপ দিয়েছেন। আর সেজন্যই দেশের পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও বন ধ্বংস রোধে বন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রচলিত বন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক বনায়ন, সহব্যবস্থাপনা এবং সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা।’
মন্ত্রী বলেন, ‘বন ব্যবস্থাপনার আধুনিক ধারণা হচ্ছে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে বন ব্যবস্থাপনা করা। এতে করে ভিন্ন একটা পরিবেশ সৃষ্টি হয়। জনসাধারণ বনায়ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে পারে। এবং ভাবতে পারে, বৃক্ষ রোপণ ও বন সংরক্ষণে তাদের অবদান-অধিকার রয়েছে। এর মাধ্যমে বনের নিকটবর্তী এলাকায় বসবাসরতদের জীবনযাত্রার মানেরও উন্নয়ন হয়।’
চলতি বছরে রাজধানী ছাড়াও দেশের ৫৬ জেলা এবং দুটি উপজেলায় বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আশা করি, আগামী বছর থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে এমন আয়োজন করা হবে।’ এ সময় বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১ পাওয়াদের অভিনন্দন জানান তিনি।