এএসপি আনিস হত্যা : পেছাল অভিযোগ গঠনের দিন
জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় অভিযোগ গঠনের দিন ফের পিছিয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও আসামিরা অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদেশের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেন।
আজ সোমবার (২৪ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সালাহ্উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
সালাহ্উদ্দিন বলেন, ‘আজ আদালতে আসামি ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবীরা ফৌজদারী কার্যবিধির ২৬৫(গ) ধারায় অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদেশের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেন।’
নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম নাসির উল্যাহ ১৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা হলেন—আরিফ মাহমুদ জয়, মো. মাসুদ খান, জোবায়ের হোসেন, মো. তানভির হাসান, তানিফ মোল্লা, মো. সজীব চৌধুরী, শ্রী অসিম কুমার পাল, মো. লিটন আহম্মেদ, মো. সাইফুল ইসলাম পলাশ, রেদুওয়ান সাব্বির ওরফে সজিব, ডা. মো. আব্দুল্লাহ আল আমিন, মো. সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আমিন, মোছা. ফাতেমা খাতুন ময়না।
অপরদিকে, মামলার আসামি মুহাম্মদ নিয়াজ মোর্শেদ মৃত্যুবরণ করায় ও আসামি ডা. নুশরাত ফারজানার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার আবেদন করে পুলিশ।
এজাহার থেকে জানা গেছে, এএসপি আনিসুল করিম মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০২০ সালের ৯ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে তাকে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হয়। ভর্তির কিছুক্ষণ পর ওই হাসপাতালের কর্মচারীদের ধস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা ফাইজুদ্দিন আহম্মেদ বাদী হয়ে আদাবর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা করেন।