আশুগঞ্জ প্রকল্পে দুই দেশের জনগণই উপকৃত হবে : প্রণয় ভার্মা
আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর ও আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্প থেকে দুই দেশের জনগণই উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে আশুগঞ্জ নদী বন্দর এবং আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
আশুগঞ্জে পৌঁছে ভারতীয় হাইকমিশনার প্রথমে প্রস্তাবিত আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে অভ্যন্তরীণ কনটেনার টার্মিনাল (আইসিটি) পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর ও আশুগঞ্জ-আখাউড়া সড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করা হবে।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা সফল হয়েছি এবং দ্রুত অবকাঠামো দিতে পারলে এই প্রকল্প থেকে দুই দেশের জনগণই উপকৃত হবে।
এরপর ভারতীয় হাইকমিশনার আশুগঞ্জ আন্তর্জাতিক নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক খালেদ সাহিদ ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন উপস্থিত ছিলেন।