ঢাবিতে কাল সমাবেশের অনুমতি চেয়ে ছাত্রলীগের চিঠি
বায়তুল মোকাররম এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি চেয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তবে, আজ বুধবার (২৬ জুলাই) বিকেল পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। এর জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবিতে) জিমনেসিয়াম মাঠ বা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাবি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ছাত্রলীগ।
এনটিভি অনলাইকে এ তথ্য নিশ্চিত করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত। তিনি বলেন, ‘আমরা জিমনেসিয়াম বা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছি। অনুমতি পেলে আমরা সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত করব।’
বিষয়টি নিয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। বিষযটি পরে জানাবো।’
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।