নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান
রাজধানীর নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। শুধু তাই নয়, কার্যালয়ের দুই পাশের রাস্তায় দুটি জলকামান ও একটি রায়ট কার দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। এতে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
আজ বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বিএনপির কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়।
আগামীকাল বৃহস্পতিবার নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে, পুলিশ চাচ্ছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সমাবেশ করুক বিএনিপ।
যদিও বিএনপি কোথায় সমাবেশ করবে সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি এখনও। দলটি রাতে সংবাদ সম্মেলনে কোথায় সমাবেশ করবে, তার ঘোষণা দিতে পারে।
এসব বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, যেহেতু পল্টনে বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে সেখানে অনাকাঙ্খিত কোনো ঘটনা না ঘটে।
দেখা গেছে, বিএনপির কার্যালয়ের দক্ষিণে পল্টন জামে মসজিদের সামনে পুলিশ সদস্যদের একটি দল অবস্থান করছে। সেখানে একটি জল কামান রয়েছে। কার্যালয়ের উত্তর পাশে পুলিশের আরেকটি দল রয়েছে। সেখানে একটি জল কামান ও একটি রায়ট কার রয়েছে। কার্যালয়ের উল্টোদিকে রাস্তায় পুলিশ সদস্যদের আরেকটি দল অবস্থান করছে।
অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে নেই। তবে কার্যালয়ের আশেপাশে নেতা কর্মীরা জড়ো হচ্ছে। যদিও, দলটি নেতাকর্মীদের কার্যালয়ের সামনে জড়ো হতে নিষেধ করেছে।