শুক্রবার আগারগাঁওয়ে আ. লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ
বায়তুল মোকাররম এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি চেয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তবে, সেই অনুমতি মিলেনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবিতে) জিমনেসিয়াম মাঠ বা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাবি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ছাত্রলীগ। তবে, ঢাবিতেও না হয়ে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ হবে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি উপযোগী না হওয়ায় আগামীকালের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।’
এর আগে, রাত ৯টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত বাণিজ্য মেলার পুরোনো মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফারাজি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।