আ.লীগ-বিএনপির সমাবেশ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
বিএনপি ও আওয়ামী লীগ আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) রাজধানীতে সমাবেশ করবে। যদিও এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে কথা বলবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন। ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হবে বলে জানান তিনি।
মো. ফারুক হোসেন বলেন, ‘আগামীকাল আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির মহাসমাবেশসহ সার্বিক বিষয়ে কথা বলবেন ডিএমপি কমিশনার।’
এর আগে দুপুরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।’
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।’ তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে।’ ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।