বিএনপিকে এক ইঞ্চিও ছাড় নয় : কে এম খালিদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘স্বার্থ চরিতার্থ করার জন্য জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তার হাতে বঙ্গবন্ধুর রক্ত, খালেদা জিয়ার হাতে শেখ হাসিনার রক্ত আর তারেক জিয়ার হাতে আইভি রহমানের রক্ত। তাই বিএনপিকে এক ইঞ্চিও ছাড় দেওয়ার সুযোগ নেই।’
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জিটি স্কুল মাঠে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ এ কথা বলেন।
কে এম খালিদ বলেন, ‘একজন মা প্রধানমন্ত্রীর দায়িত্বে, আর তারই ছেলে বিরোধী দলীয় নেতাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছে। কত নিষ্ঠুরতম মা। খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে কোকো রহমানের কথা হওয়ার পর চার মিনিটের মাথায় মারা গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিতে গেলেন কিন্তু তিনি দরজা খুললেন না। এই হলো তাদের আচরণ। এখন তারা সারা দেশে অশান্তি সৃষ্টি করছে। তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়ার সুযোগ নেই। যেখানেই তারা সেখানেই প্রতিরোধ করা হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিল্প সাহিত্য দিয়ে এ দেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। যেদিন ভাষার উপর আক্রমণ হলো, সেদিনই সাংস্কৃতিক আন্দোলন শুরু হলো। ১৯৪৭ সালে ভারত-পকিস্তান ভাগ হওয়ার পর বঙ্গবন্ধু আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভারত বিভক্তির পর আমাদের উর্দুতে কথা বলতে হবে—এমন কথা ছিল না। বাংলাতে কথা বলা যাবে না, এমন পাকিস্তান হওয়ার জন্য বলা হয়নি।’
এর আগে টুঙ্গিপাড়া উপজেলার জিটি স্কুল মাঠে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরে তিনি স্টলগুলো ঘুরে দেখেন। এ মেলা আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খোন্দকার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মো. নুরুল হুদা, জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।