নেতাকর্মীদের সরে যাওয়ার ঘোষণা বিএনপির, বাজল পুলিশের বাঁশি
আগামীকাল বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর নয়াপল্টন এলাকায়। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থল হাজির হচ্ছে। এতে ভরে উঠেছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পল্টনের কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা গেছে। দেখা যায়, কার্যালয়ের সামনের রাস্তা এবং আশপাশের গলি বিএনপির নেতাকর্মীতে ভরা। স্লোগানে স্লোগানে মুখরিত এলাকা। তবে, বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের কার্যালয়ের সামনের রাস্তা ছেড়ে চলে যেতে বলা হয় সন্ধ্যা ৭টার সময়। এরপর পরপরই বাঁশি দিয়ে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে দেখা গেছে কর্মরত পুলিশের সদস্যদের।
পার্টি অফিসের সামনে থাকা মাইকে দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, 'পার্টির নির্দেশ মেনে চলতে হবে। রাস্তা ফাঁকা রাখতে হবে। পুলিশের কথা শুনতে হবে। আপনার যদি মহাসমাবেশ সফল করতে চান, আপনারা যদি দলের ভালো চান, রাস্তা ছেড়ে নিজ নিজ অবস্থানে চলে যেতে হবে।’
মাইকে আরও ঘোষণা করা হয়, 'আপনাদের কাছে দলের পক্ষ থেকে অনুরোধ করছি, আজকে দলের মহাসচিব অনুরোধ করেছেন—আপনাদের রাস্তা ছেড়ে দিতে হবে। রাস্তা ছেড়ে দিয়ে আপনারা নিজ নিজ অবস্থানে চলে যাবেন।'
সময় সন্ধ্যা ৭টা পাঁচ মিনিট। হঠাৎ পুলিশ বাঁশি দিয়ে সবাইকে সরিয়ে দেন। সে সময় পুলিশকে বলতে শোনা যায়, 'আপনারা সবাই চলে যান। রাস্তা ফাঁকা করুন। গাড়ি চলতে অসুবিধা হচ্ছে। আমাদের দায়িত্ব পালন করতে দিন।'
পরে নেতাকর্মীরা তাদের অবস্থান থেকে সরে যেতে থাকেন। স্বাভাবিক হতে শুরু করে সড়ক। সাচ্ছন্দ্যে চলতে শুরু করে যানবাহন।