খণ্ড খণ্ড মিছিলে নেতা কর্মীরা যোগ দিচ্ছে আওয়ামী লীগের শান্তি সমাবেশে
বেলা তিনটায় শুরু হবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ। সমাবেশ যোগ দিতে হাজারও নেতাকর্মী জমা হয়েছেন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। রাতেই প্রস্তুত হয়েছে মঞ্চ। হাতে শোভা পাচ্ছে প্লাকার্ড, সেখানে লেখা নানা স্লোগান। রঙবেরঙের ক্যাপ ও টি-শার্টে সেজে যোগদিচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন সংগঠন ও থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা বাদ্যবাজনা ও ঘোড়ার গাড়ি নিয়ে আছেন শান্তিসমাবেশে। আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠনের দায়িত্বশীল পর্যায়ের দাবি, ছয় থেকে সাত লাখ নেতাকর্মীর জমায়েত হতে পারে এই শান্তি সমাবেশে।
এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, অনুসরণ নয়, বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মাঠে আছি। বিএনপির দেখাদেখি আওয়ামী লীগও কর্মসূচি দেবে এটা দেশবাসীও বিশ্বাস করে না।’
তিন সংগঠনের ব্যানারে অনুষ্ঠেয় এই সমাবেশে অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সমাবেশের বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।