বৃষ্টিতে ভিজে চলছে বিএনপির মহাসমাবেশ, নেতারা বলছেন আল্লাহর রহমত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার পর বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মীরা মহাসমাবেশে বক্তব্য দেন ও অবস্থান করেন।
এ সময় বক্তারা বলেন, বৃষ্টি আল্লাহর রহমত। গরমের কারণে সবাই কষ্ট পাচ্ছে। তাই আল্লাহর রহমত শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের আন্দোলনে এই বৃষ্টি কিছুই না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শেখ হাসিনা দেশের জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের হত্যাকারী। এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, সমাবেশে বৃষ্টির মাধ্যমে আল্লাহর রহমত শুরু হয়েছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে মাঠে অবস্থান করবেন।
বিএনপি নেতা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, ভোট চোর ক্ষমতায় থাকতে পারে না। জনগণের অধিকার কেড়ে নিয়েছে। নতুন প্রজন্মের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এ সরকার বিএনপির নেতাকর্মীদের গুম খুন করে ১৫ বছর ক্ষমতায় বসে আছে। এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশ সঞ্চালনায় ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
সকাল থেকে জাসাস শিল্পীরা গান পরিবেশন করেন। জড়ো হওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ‘একদফা’ দাবিতে বিএনপির এই সমাবেশ করছে। ইতোমধ্যে পল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। কোথায়ও তিল ধারণের ঠাঁই নেই। আশপাশের এলাকাগুলোতেও নেতাকর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।