জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগ
রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা এবং দলের করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগ। আজ শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে দলের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।
আজ জরুরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে বিকেলে জরুরি সভা করবে আওয়ামী লীগ। এতে দলের সিনিয়র নেতারাও থাকবেন।’
বিপ্লব বড়ুয়া বলেন, ‘জরুরি সভায়টি আজ বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।’