মাতুয়াইলে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি, আহত ২৫
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে অবস্থান কর্মসূচিতে ১২ দলীয় জোটের ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১২ টায় মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কর্মসূচি পালন করতে গিয়ে আহত হন তারা।
দলটির দাবি, পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ায় আহত হয়েছেন তারা।
জানা গেছে, আহতদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ ১২ দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হয়।