সারা দেশে বিএনপির জনসমাবেশ সোমবার
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে 'অত্যাচার ও নির্যাতনের' প্রতিবাদে আাগমী ৩১ জুলাই সোমবার সারা দেশের সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে তাণ্ডব চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলায় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আমান উল্লাহ আমানের ওপরও হামলা চালানো হয়। এসব ঘটনা প্রমাণ করে ক্ষমতালোভী সরকারের হাতে দেশের কেউ নিরাপদ নয়।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার ও দলীয় পেটুয়াবাহিনীর হামলার জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে দেশের মানুষের।’