নিজেদের নিরপরাধ প্রমাণ করতে আমানকে ফল, গয়েশ্বর চন্দ্রকে খাবারের নাটক : মির্জা ফখরুল
নিজেদের রক্ষার জন্য, নিরপরাধ প্রমাণের জন্য আমানউল্লাহ আমানকে ফল, গয়েশ্বর চন্দ্রকে খাবারের নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে আগামী সোমবার জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে তাণ্ডব চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলায় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আমানউল্লাহ আমানের ওপরও হামলা চালানো হয়। এসব ঘটনা প্রমাণ করে ক্ষমতালোভী সরকারের হাতে দেশের কেউ নিরাপদ নয়।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার ও দলীয় পেটুয়াবাহিনীর হামলার জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে দেশের মানুষের।’ তিনি বলেন, ‘সমালোচক আছেন, হিউমারের কথা বলেন, এটা নাকি ভিসা নীতিরই একটা পরিণতি। আসলে নিজেদের রক্ষার জন্য, নিরপরাধ প্রমাণের জন্য এই ধরনের নাটক সাজিয়েছেন।’
ফখরুল বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায়কে দলের প্রতি কমিটমেন্ট—এটা প্রমাণ করতে হবে না। তিনি তার সারাজীবনের রাজনৈতিক জীবনে দেশের মানুষের জন্য আন্দোলন করে বড় হয়েছে। আমানউল্লাহ আমান সম্পর্কেও মানুষ জানে, তার দলের প্রতি কমিটমেন্ট। তিনি ৯০ স্বেরাচার বিরোধী আন্দোলনের নায়ক। এসব করে কোনো লাভ নেই, এ নাটক মানুষ আর নেয় না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘খান ভাই (নজরুল ইসলাম খান) একটু সুন্দর কথা বলেছেন। এর আগেও তো অনেককে আটক করে ডিবি অফিসে নিয়ে গেছেন, আমাকে, মির্জা আব্বাসকেও। কোই কখনও এমন করে খাওয়ানো হয়নি।’
ফখরুল জানান, এযাবৎ আহত বিএনপি স্হায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমানসহ দুই শতাধিক।