বিএনপির ১১১ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৮
রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরকের ঘটনায় ১১ মামলায় গ্রেপ্তার বিএনপির ১১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ২৮ আসামিকে একদিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আজ রোববার (৩০ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কয়েকটি আদালত এই রিমান্ডের আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ কয়েকজন থানার মামলার তদন্ত কর্মকর্তা ১৩৭ নেতাকর্মীকে হাজির করে। এরমধ্যে সূত্রাপুর থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সালামের রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ছাড়া অপর চার আসামির একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এ ছাড়া উত্তরা পশ্চিম থানার তিন মামলায় ৩৩ জন, দারুসসালাম থানার এক মামলায় ৫২ জন, কদমতলী থানার এক মামলায় ২ জন, শ্যামপুর থানার এক মামলায় ২ জন ও বংশাল থানার এক মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১৬ জনের একদিনের রিমান্ড ও দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। উত্তরা পূর্ব থানায় দুই মামলায় ২২ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আটজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ১৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার থেকে দেখা গেছে, দায়ের করা এসব পৃথক মামলায় উল্লিখিত আসামি ৪৬৯ জন। ১১ মামলায় নয়টি পুলিশ বাদী, দুটি মামলার বাদী ভুক্তভোগী সাধারণ মানুষ।
এদিকে ডিএমপি জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, বিএনপি অবস্থান কর্মসূচি পালন করে শনিবার। যার কোনো অনুমতি ছিল না। এই বেআইনি সমাবেশ করে তারা অগ্নিসংযোগ করে। বাস ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশের ওপর হামলা চালায়। সরকারি কাজে বাধাপ্রদান করে। এসব অপরাধে মোট সাতটি থানায় ১১টি মামলা করা হয়েছে।
ফারুক হোসেন বলেন, ‘এসব মামলায় এজাহারনামীয় মোট আসামি ৪৬৯ জন। মামলায় উল্লিখিত আসামিসহ অন্য আসামি গ্রেপ্তার হয়েছে ১৪৯ জন। ডিবি পুলিশ, ক্রাইম ডিভিশনসহ অন্য বিভাগের টিম এসব আসামিদের গ্রেপ্তার করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।’
দায়ের করা এসব মামলার বাইরেও আরও কয়েকটি থানায় (দারুস সালাম, ডেমরা ও উত্তরা পশ্চিম থানা) বেশ কয়েকটি মামলা দায়ের হতে পারে বলেও জানান ফারুক হোসেন।