বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২৮/২৯ তারিখে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। বিএনপির লোকজন দেখে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড আউট হয়ে গেছে।’ আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘লক্ষ লক্ষ মানুষ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে সরে যেতে হবে। আমরা একটা সামান্য শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। তারা ভয়ে ভীত হয়ে সাঁজোয়া যান নিয়ে এসেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, কোনো রাখ-ঢাক নেই। এনাফ ইজ এনাফ। গত দুইটি নির্বাচন দেখেছি।’
গতকাল নির্বাচন কমিশনে পর্যবেক্ষকের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নামহীন লোকদের এনে কথা বলতে বলা হচ্ছে। তাদের কেউ চেনে না। তাদের দিয়ে বলানো হচ্ছে। তবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কোনো লাভ হবে না, আমরাও নির্বাচন চাই। নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালানোরও পথ পাবেন না।’ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ভয় পাচ্ছেন? এখনও বলি, জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবেন না। জনগণের আন্দোলন শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বিজয় আমাদের সুনিশ্চিত।’
মির্জা ফখরুল বলেন, ‘শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আবারও এক দফার আন্দোলনের কর্মসূচি দেব। গ্রেপ্তার বন্ধ করুন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। যদি কথা না শোনেন, তাহলে ফয়সালা হবে রাজপথে।’ গয়েশ্বর রায় এবং আমান উল্লাহ আমানের ওপর হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘তারা খুব একটা নিম্নমানের নাটক সাজিয়েছে।’
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।