টাংগুয়ার হাওর থেকে গ্রেপ্তার ৩৪ শিক্ষার্থী কারাগারে
সুনামগঞ্জের টাংগুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন ও অধ্যয়নরত ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। গতকাল রোববার (৩০ জুলাই) বিকেলের দিকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুয়েটে ওই ৩৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তাঁরা বেড়াতে এসে সন্ত্রাসী কার্যকলাপ, জনসাধারণের জানমালের ক্ষতি সাধন ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা পাটলাই নদী দিয়ে একটি পর্যটকবাহী নৌকায় করে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাচ্ছিলেন। তাঁদের নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, তাহেরপুর থানার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে শহিদুলের নৌকা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের নামে তাহিরপুর থানার উপপরিদশর্ক (এসআই) রাশেদুল কবির বাদী হয়ে মামলা করেছেন। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে মামলা করা হয়।
বুয়েটে ওই ৩৪ শিক্ষার্থীকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।