ভুয়া এনআইডি নিয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গাসহ তিনজন আটক
নকল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে বরিশাল বিভাগীয় কার্যালয়ে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে এক রোহিঙ্গা যুবক। পাসপোর্ট করতে সহায়তা করার অভিযোগে আরও দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন।
আটক রোহিঙ্গা যুবক উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইসমাইল (১৮)। তিনি বরিশালের কাজিরহাট থানার শ্যামের হাট কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সেখানে নিজের নাম মো. রাফি এবং বাবা ছাদের আলী বেপারী বলে উল্লেখ করেছেন।
এ কাজে ইসমাইলকে সহায়তা করার অভিযোগে আটক আসামিরা হলেন—বরিশালের কাজীরহাট থানার চরসোনাপুর এলাকার শহিদুল ইসলাম (৩৭) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের হোসাইন (২৬)।
বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, ‘দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন রোহিঙ্গা যুবক। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসে তারা। অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘রোহিঙ্গা যুবকসহ তিনজন আটক রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’