আজ বিএনপির তিন সংগঠনের বিক্ষোভ
সারা দেশে মহানগর ও জেলা শহরে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনগুলো।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, ‘তারেক রহমান ও জোবায়দা রহমানের সাজার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ আগস্ট) সারা দেশে মহানগর ও জেলা শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।’
এছাড়া আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করবে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বুধবার (২ আগস্ট) এ রায় ঘোষণা করেন।