মুন্সীগঞ্জের পদ্মায় বাল্কহেডের ধাক্কায় বনভোজনের ট্রলারডুবি, নিহত ৫
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি বনভোজনের ট্রলার ডুবে গেছে। আজ শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছের শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রলারটিতে কতজন ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, স্থানীয়দের ভাষ্য, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহমেদ। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে চার জনের মরদেহ ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মরদেহ নদীর পাড়েই আছে। ঢাকা থেকে ডুবুরি দল আসছে।’
বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। কায়েস আহমেদ বলেন, ‘একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।’
আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী বলেন, ‘আমি আধঘণ্টা আগে ট্রলারডুবির খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, ট্রলারটিতে ৪৬ জন ছিল। তবে, সেখানে পৌঁছে পরে বিস্তারিত বলতে পারব।’
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব জানান, ‘নিহত ও নিখোঁজের ব্যাপারে কিছুই বলতে পারছি না। ঘটনাস্থলে গিয়ে সব জেনে পরে বলতে পারব।’