নিবন্ধনের জন্য রিভিউ আবেদন এবি পার্টির
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তবে, দলটিকে নিবন্ধন দেয়নি ইসি। তাদের আবেদন পুনর্বিবেচনা করার জন্য ইসিতে রিভিউ আবেদন করেছে তারা। আজ মঙ্গলবার (৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দপ্তরে আবেদন জমা দেয় এবি পার্টি। এতে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
রিভিউ আবেদনে দলটি থেকে বলা হয়, নির্বাচন কমিশন এবি পার্টির দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে সঠিক আছে মর্মে চিঠি প্রদান করেছিল এবং কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সরেজমিনে যাচাই বাছাই করে। কেন্দ্রীয় ও জেলা কার্যালয় সঠিক পেয়েছেন বলে কমিটি চিঠির মাধ্যমে জানিয়েছে।
সর্বশেষ যাচাই বাছাইয়ের পর এবি পার্টিসহ চারটি দলের সবকিছু ঠিক আছে ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে, কয়েকটি জেলা ও উপজেলায় পুনঃতদন্তের সিদ্ধান্ত নেয়। এবি পার্টির সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সেই তদন্তের কাজে সর্বাত্মক সহায়তা করেন এবং কমিশনের চাহিদা মোতাবেক সকল কাগজাদি কমিটিকে দেয়। কিন্তু, রহস্যজনক ও লজ্জাকর পন্থায় সবশেষে এসে নির্বাচন কমিশন এবি পার্টি সকল শর্তপূরণ করতে পারেনি মর্মে নিবন্ধন দানে অপারগতা প্রকাশ করে চিঠি দেন।