মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টায় পুলিশ সদস্যসহ তিনজনের বিচার শুরু
পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় দায়ের করা মামলায় পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন।
এ দিন আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া বিচারক মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এজাহার থেকে জানা গেছে, আসামিরা একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামে এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা করা হয়। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এ ঘটনায় এএসআই (সহকারী উপ-পরিদর্শক) মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হাসান তন্ময়।