বিদ্যুৎকেন্দ্র নিয়ে পোস্ট : প্রকৌশলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক প্রকৌশলীর বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলাটি বাতিল চেয়ে প্রকৌশলীর করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (৯ আগস্ট) রুলসহ এ আদেশ দেন।
আবেদনকারীর আইনজীবীর তথ্য অনুযায়ী, বাঁশখালী উপজেলার গণ্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক এসএস পাওয়ার ১ লিমিটেড নিয়ে ফেসবুকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘আক্রমণাত্মক’ পোস্ট দেওয়ায় অভিযোগে প্রকৌশলী শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে ২০২১ সালের ২৭ মে বাঁশখালী থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন এস আলম গ্রুপের বাঁশখালী প্রকল্পের তৎকালীন চিফ কো–অর্ডিনেটর ফারুক আহমেদ। মামলায় শাহনেওয়াজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারার অভিযোগ আনা হয়। এই মামলায় ওই দিনই শাহনেওয়াজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় ২০২১ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের আদালত থেকে তিনি জামিন পান।
এ মামলায় গত বছরের ১৭ মে প্রকৌশলী শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল। এ অবস্থায় মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে গত বছরের ৬ জুলাই হাইকোর্টে আবেদনটি করেন শাহনেওয়াজ। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান।
পরে আইনজীবী আবদুল্লাহ আল নোমান বলেন, শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ওই মামলার কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।