বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ভারত : কৃষিমন্ত্রী
‘বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায় ভারত।’ভারত সফর শেষে দেশে ফিরে এমন এ তথ্য জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. রাজ্জাক।
ড. রাজ্জাক বলেন, আমরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারত সফরে গিয়েছি। মুক্তিযুদ্ধে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে ভারত।
কৃষিমন্ত্রী বলেন, “আমরা গত ৭ আগস্ট ভারতের বিজেপির সভাপতির সঙ্গে বৈঠক করেছি। এ বৈঠকটি ছিলো অনেক আন্তরিকতাপূর্ণ পরিবেশে। ভারত বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে তিনি আমাদের জানিয়েছেন। আমরাও তাকে বলেছি- ভারত আমাদের কাছেও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দলটির সাধারণ সম্পাদকের সঙ্গেও বৈঠক করেছি।”
“আমরা ভারত সফরকালে দেশটি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পার্লামেন্ট ভবনে তার দপ্তরে দেখা করেছি। তিনি (জয়শঙ্কর) আমাদের জানিয়েছেন- তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুই দেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। জয়শঙ্কর এটাও বলেছেন যে, ‘আমরা অবশ্যই বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক, এটা আমরা দেখতে চাই। বাংলাদেশে যে সামনে নির্বাচন আসছে তা যেনো শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয় এবং কেউ যেনো দেশকে বিপথে পরিচালিত করতে না পারে। এ বিষয়ে ভারত বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সাধ্যমত সহযোগিতা করবে বলেও জানান জয়শঙ্কর।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলটি গত ৬ আগস্ট দিল্লি সফরে যায়। তিনদিন সফর শেষে বুধবার (৯ আগস্ট) রাতে তারা ঢাকায় ফিরেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন ওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সদস্য মেরিনা জাহান কবিতা ও সংসদ সদস্য অ্যারমা দত্ত।