আইনের পরিবর্তনকে নতুন বোতলে পুরোনো মদ বলা ঠিক নয় : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে সময়ের প্রয়োজনে। সাইবার জগতের নিরাপত্তার জন্য এ আইনটি খুবই প্রয়োজন। এখন কেউ যদি বলে নতুন বোতলে পুরোনো মদ, এটা শুধু সমালোচনার উদ্দেশে বলা। এটা ঠিক নয়।’
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং নতুনভাবে প্রণীত বা প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক’ সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে জরিমানার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই আইনে এক পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। জরিমানা সবসময় ২৫ লাখ টাকা হবে বিষয়টি এমন নয়।’
আনিসুল হক বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টের সব ধারায় জামিনযোগ্য করেছি। তবে, ডিজিটাল নিরাপত্তা আইনে অধিকাংশ ছিল জামিন অযোগ্য। কিছু কিছু মানুষ ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনকে নতুন বোতলে পুরোনো মদ বলছে, এটা ঠিক নয়।’
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানিতে জেল ছিল এটা এখন নেই, ২১ ধারায় জেল ছিল ১০ বছর এখন এটা কমে ৭ বছর হয়েছে।’
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির উপস্থিত ছিলেন।