কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু
কুষ্টিয়ায় সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে জেলা কারাগারের আজমল হোসেন (৬০) ও আবুল কালাম (৪০) নামের দুই কয়েদির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে কয়েদি আবুল কালাম ও বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে আজমল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেল কর্তৃপক্ষ বলছে, গ্যাস্ট্রিকের সমস্যা ও হার্ট অ্যাটাকের কারণে তাদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কুষ্টিয়া কারাগারের জেল সুপার মো. আব্দুল বারেক বলেন, ‘মৃত আজমল দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) বুকে ব্যথা অনুভব করায় রাত ১২টা ১০ মিনিটে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টা ১০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে লিখেছেন কার্ডিয়াক শকড।’
জেল সুপার বারেক আরও বলেন, ‘মারা যাওয়া অপরজন হলেন আবুল কালাম। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা। মাদকের বিষয়ে মোবাইল কোর্টে তিন মাসের সাজাপ্রাপ্ত হলে গত ২৮ জুলাই জেলখানায় পাঠানো হয়। অসুস্থ হলে ভোর ৫টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে মারা যান তিনি। রিপোর্টে চিকিৎসক লেখেন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট।’
জেল সুপার আরও বলেন, ‘সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি হাসপাতাল থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’