রাজধানীতে চলছে বিএনপির গণমিছিল
রাজধানী ঢাকায় বিএনপির গণমিছিল চলছে। দলের উত্তর ও দক্ষিণ মহানগরের আয়োজনে এই মিছিশ শুরু হয়েছে। সরকার পতনের এক দফা দাবি আদায়ে আজ শুক্রবার (১১ আগস্ট) মিছিলের আয়োজন করা হয়।
এর আগে সরকার পতনের এক দফা দাবিতে গণমিছিলে যোগ দিতে ছোট ছোট মিছিল নিয়ে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে হন বিএনপির নেতাকর্মীরা। একইসঙ্গে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনেও আসেন দলে দলে।
চলমান গণমিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর ঢাকার দুই স্থানে গণমিছিলের কর্মসূচি দেয় বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি গণমিছিল শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়াম থেকে। শেষ হবে মালিবাগ মোড় পর্যন্ত গিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে আরও আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা।
সরেজমিন দেখা যায়, দুই গণমিছিলে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে রয়েছে সরকারের পদত্যাগের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গত বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন।