নিরপেক্ষ সরকারের দাবি মানতে বাধ্য করা হবে : হাবিবুর রহমান
‘এ বছরের মধ্যেই নিরপেক্ষ সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, ‘হামলা, নির্যাতন চালিয়ে আর রক্ষা হবে না। আমরা শাড়ি পরে থাকব না। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’
আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে প্রয়াত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন হাবিবুর রহমান।
লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের সভাপতিত্বে স্মরণ সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেত্রী ফারজানা শারমিন পুতুল প্রমুখ বক্তব্য দেন।
এসময় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকার এ দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা সংসদ সদস্য হয়েছে। যারা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না তারা মন্ত্রী হয়েছে। এ কারণে দেশ বাঁচাতে সরকারের পরিবর্তন ছাড়া বিকল্প নেই।