সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে সরকার, তবে সবার আন্তরিকতা ছাড়া সম্ভব নয় : পররাষ্ট্রমন্ত্রী
সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে সরকার, তবে সব দলের আন্তরিকতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও সহিংসতাহীন নির্বাচন আয়োজন সম্ভব নয়। বিরোধী দলের দাবি অনুযায়ী সরকারের পতনের পর নির্বাচনের আয়োজন, এটা সম্ভব নয়।
আজ রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে সফররত দুই মর্কিন কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কংগ্রেসম্যানদের জানিয়েছি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে আমাদের প্রধানমন্ত্রী ও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে, বিরোধী দলের যে চাওয়া, সরকারের পতনের পর নির্বাচনে যাবে, সেটা সম্ভব নয়।’
আব্দুল মোমেন বলেন, ‘আমি তাদের (কংগ্রেসম্যান) এটাও বলেছি, সংবিধানের বাইরে গিয়ে কোনো সংলাপের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে মানুষ তো ভোটই দেয় না। আমাদের এখানে অনেক মানুষ ভোট দেন। এসব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’
কংগ্রেসম্যানদের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কংগ্রেসম্যানরা জানিয়েছেন, বিভিন্ন মানুষ তাদের নিকট অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ একটা ভয়ঙ্কর জায়গা। বাংলাদেশ চীনের গোলাম হয়ে যাচ্ছে।’ তাদের এ বক্তব্যের জবাবে আমি বলেছি, ‘আমরা চীনের দিকে যাচ্ছি না।’
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক বাংলাদেশ সফরে আসেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবে সফররতরা।