রেল কর্মচারীদের কর্মবিরতির আলটিমেটাম
আগামী ২৭ আগস্টের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আলটিমেটাম দিয়েছে লোকোমাস্টার ট্রেন চালক, গার্ড, টিটিইদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। আজ রোববার (১৩ আগস্ট) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে রানিং স্টাফ ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই কর্ম বিরতির আলটিমেটাম দেওয়া হয়।
রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতারা বলেন, কর্মবিরতিতে যেতে বাধ্য করা হলে স্বাভাবিকভাবেই সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাবে। দুর্ভোগের মুখে পড়বে যাত্রীরা। এমন হুঁশিয়ারি দিয়ে দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
৭৫ শতাংশ মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারণে অর্থ মন্ত্রণালয় কর্তৃক সব অসম্মতি প্রত্যাহার করে সুস্পষ্ট আদেশ জারির দাবিতে সকাল থেকে ঢাকা কমলাপুর স্টেশনে রানিং স্টাফ ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, রানিং স্টাফ ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইদুর রহমান, রেলওয়ে স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সদস্য মো. কামরুল ইসলাম, গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজাল হোসেন, টিটিইজ অ্যাসোসিয়েসনের কেন্দ্রীয় সভাপতি হাসানুজ্জামানসহ রানিং স্টাফ ঐক্য পরিষদভুক্ত বিভিন্ন রেলওয়ে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় ও শাখা নেতারা।
প্রতিবাদ সমাবেশে বলা হয়, কোনো নতুন দাবিতে এ আন্দোলন নয়। রানিং কর্মচারীদের অবসরোত্তর ৭৫ শতাংশ মাইলেজ যা মূল বেতনের অংশ। সেটা যোগ করেই পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬০ বছর ধরে চলে আসছে।
তবে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আপত্তি জানানোয় তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সে কারণেই তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতারা।