ইয়াবা কেনাবেচার সময় ইউপি সদস্যসহ আটক ৩
বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে ১০ হাজার পিস ইয়াবা কেনার সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহেল সরদারকে (৩২) আটক করেছে পুলিশ। এ সময় কক্সবাজার থেকে ইয়াবা পাচার করতে আসা সেলিনা আক্তার (৩৭) ও তাঁর ছেলে মোহাম্মদ ফোরকানকে (২২) ইয়াবাসহ আটক করা হয়। আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
রোববার (১৩ আগস্ট) দুপুরে গৌরনদীর ভুরঘাটা ব্রিজ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক তিনজনই মাদক ব্যবসায়ী।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের সেলিনা আক্তার ও তাঁর ছেলে ফোরকান হাওলাদার। তাদের বাড়ি জেলার টেকনাফ উপজেলায়। অপরজন সোহেল সরদার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, কক্সবাজার থেকে মা ও ছেলে ১০ হাজার পিস ইয়াবা ইউপি সদস্য সোহেলকে দিতে আসেন। তাঁরা ইয়াবা পাচারের জন্য বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভুরঘাট এলাকায় অবস্থান নেন। দুপুর ২টার দিকে মা ও ছেলে বাস থেকে গৌরনদীতে নামেন। তারপর ইউপি সদস্য সোহেলের কাছে ইয়াবা পাচারকালে তিনজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় সেলিনার ভ্যানিটি ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনার সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকাও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।