সারা দেশে গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করে। রাজধানী ঢাকাসহ সারা দেশে দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ উপলক্ষে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেইনে মেজর ডা. ফারজানা নোমান ৫৪০ জনকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেন। পরে মাল্টিপারপাস শেডের সামনে ১০০ গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর সেক্টর কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ও ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল হোসেন। এ সময় অতিরিক্ত পরিচালক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকতার ফারুক শাহিন, বরিশাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে বরিশালে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ নেতাকর্মীরা।
সকালে একই স্থানে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাত। এ ছাড়া জেলা প্রশাসনসহ সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধু উদ্যানে তাঁর ম্যুরালে ও সাংস্কৃতিককর্মীরা অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
বিকেলে আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগ।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
জাতির পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানাবিধ কর্মসূচির মধ্য পালিত হয়েছে। দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার, খুলনার রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসের কর্মকর্তা পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৯টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে শোক যাত্রা বের করে।
নাসির আহমেদ, গাজীপুর
গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দীর্ঘ সংগ্রামমুখর জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দিনে দিনে আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে নিয়েছেন। তাঁর এই আপসহীন সংগ্রাম আন্দোলনের ফসল আমাদের স্বাধীন বাংলাদেশ। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন সত্ত্বা।
শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।
মিজানুর রহমান, ঝিনাইদহ
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় জেলা শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় স্থাপিত প্রেরণা ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
এরপর পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, পৌরসভা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ ছাড়া জেলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন স্কুল-কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জেলার সব উপজেলায় পবিত্র কোরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা, খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ৭টায় সাতমাথাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা।
দুপুরে সরকারি শিশু পরিবার এবং শিববাটি ও মালতিনগর অন্ধ এতিম মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়।
বিকেল ৪টায় সাতমাথা মুজিব মঞ্চে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।