সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় চট্টগ্রামের লোহগড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বুধবার (১৬ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন–উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ এ তথ্য নিশ্চিত করেন।
এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।’
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দীন বলেন, ‘লোহাগাড়ায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে আবেদন করব।’