শেখ হাসিনা আল্লাহ ছাড়া কারও হুমকিতে ভয় পায় না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা একমাত্র আল্লাহ ছাড়া আর কারও হুমকিতে ভয় পায় না। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেছেন, নিষেধাজ্ঞা ও ভিসা নীতি কার ওপর আসে, আমরা দেখব। তত্ত্বাবধায়ক সরকার কোনো দেশে নেই। আওয়ামী লীগ দেশে সুষ্ঠু নির্বাচন চাই আর বিএনপি চাই নির্বাচনকে বাধা দিতে।
আজ শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আমাদের ফ্যাসিবাদী বলে। কিন্তু ফ্যাসিবাদের জ্বলন্ত উদাহরণ বিএনপি। বিএনপি ফ্যাসিবাদী রাষ্ট্র সৃষ্টি করেছিল, শেখ হাসিনা সেটা নির্মূল করেছে। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের মুখে দুর্নীতির কথা শোভা পায় না। কারণ, তারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল।’
ভিসা নীতি, নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘পাকিস্তানে তো আরও আগে নির্বাচন, সেখানে যান। তারা সেখানে যাবে না, এসে শুধু আমাদের ওপরে ভিসা নীতি প্রয়োগ করবে। ভিসা নীতি প্রয়োগ করা হবে নির্বাচনে হস্তক্ষেপকারীদের ওপরে। আমরা তো চাই নির্বাচন সুষ্ঠু হোক। কিন্তু, বিএনপি চায় নির্বাচন সহিংস করতে, নির্বাচনে বাধা দিতে। তাদের বেলায় তো কোন ভিসা নীতি প্রয়োগ করা হচ্ছে না।’
‘শেখ হাসিনা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হুমকিতে ভয় পায় না’ মন্তব্য করে কাদের বলেন, ‘এই বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। বাংলাদেশ গত ১৫ বছরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।’
ছাত্রলীগের ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগের কেদ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সঞ্চালনা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।