এক দফা দাবিতে সারা দেশে বিএনপির গণমিছিল
সারা দেশে পদযাত্রা ও গণমিছিলসহ চার দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসাসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। গত মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। কেন্দ্রীয় সেই কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করেছে বিএনপি। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
আকতার ফারুক শাহিন, বরিশাল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে বরিশালে গণমিছিল করেছে বিএনপি। আজ বিকেলে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চান, মেজবাহ উদ্দিন ফরহাদ ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
গণমিছিল পূর্বসমাবেশে বক্তারা বলেন, নিশি রাতের সরকারের পতন ঘটাতে বিএনপির এক দফার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। এই এক দফার আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য। তাই নেতাকর্মীদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই অবৈধ সরকারের পতন ঘটাতে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল বের করে মহানগর বিএনপি। গণমিছিলে অংশ নিতে দুপুরের পর থেকেই সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।
বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শহরে।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে আজ বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেছে মহানগর বিএনপি।
এর আগে নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনের সড়কে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমকাবেশে বক্তব্য দেন দলের সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘কথা দিয়ে যাচ্ছি—এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আর নির্বাচন নির্বাচন খেলা করতে দেওয়া হবে না।’ সময় থাকতে সরকারকে পদত্যাগ করারও আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সস্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সস্পাদক ওয়ারেস আলী মামুন, শরিফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুসহ উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এরপর শহরের প্রধান সড়কে গণমিছিল করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে মিছিলটি দলীয় অফিসের সামনে ফিরে যায়।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে খুলনায় গণমিছিল করেছে বিএনপি। নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতা্ই রায় চৌধুরীর নেতৃত্বে এই গণমিছিল শুরুর আগে কেডিঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা্ সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুণ্ডু, কৃষিবিদ শামিমুর রহমান, শফিকুল আলম তুহিন প্রমুখ।
সমবেশে শেষে গণমিছিল বের হয়। গণমিছিলটি স্যার ইকবাল রোড, যশোর রোড হয়ে পারহাউস মোড়ে এসে শেষ হয়। গণমিছিলের সামনের অংশ যখন ডাকবাংলা পার হচ্ছিল তখনও এর শেষাংশ ছিল দলীয় কার্যালয়ের সামনে। গণমিছিলের সামনে-পেছনে বিপুল পুলিশ থাকলেও আজ কোনো বাধা দেয়নি তারা।
নাসির আহমেদ, গাজীপুর
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আজ গাজীপুর মহানগরে গণমিছিল করেছে বিএনপি।
গণমিছিলের আগে মহানগর বিএনপির নেতাকর্মীরা সালনা এলাকার একটি মাঠে জড়ো হয়ে সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিছিল করে। মিছিলটি মহাসড়কে উঠতে গেলে প্রথমে পুলিশ বাধা দিলেও পরে শান্তিপূর্ণভাবে এই মিছিলটি শেষ করা হয়। বিআরটিসি মোড় হয়ে আবারও সালনা এলাকায় গিয়ে তা শেষ করা হয়। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতা গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি ছাড়াও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম, বেনজির আহমেদ টিটু উপস্থিত ছিলেন।
তারেক স্বপন, নারায়ণগঞ্জ
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ নারায়ণগঞ্জ মহানগরে গণমিছিল করেছে বিএনপি।
গণমিছিলের আগে এক সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে অনির্বাচিত সরকারপ্রধান হিসেবে ক্ষমতা দখল করে রেখেছে—এটি একটি অপরাধ। সরকার এবং সরকারের সহযোগীরা লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
আজ বিকেলে শহরের খানপুর হাসপাতাল সড়কে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
মিন্টু আরও বলেন, সরকার সংসদে অনির্বাচিত লোক বসিয়ে আইন প্রণয়ন করছে, সে আইনগুলোর সম্পূর্ণ অবৈধ এবং এটিও একটি অপরাধ। ন্যায় বিচারের জন্য জনগণ আদালতে যায় সে আদালতকে সরকার ক্যাঙ্গারু আদালতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন।
পরে খানপুর থেকে গণমিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণ্ডলপাড়ায় গিয়ে শেষ হয়।
সঞ্জিব দাস, ফরিদপুর
ফরিদপুরেও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে শহরের কাঠপট্টি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
মহানগর বিএনপির আহ্বায়ক এ কে কায়ুউম জঙ্গির সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, এ বি সিদ্দিকী মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়েস প্রমুখ।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রহ্মসমাজ সড়কে গিয়ে শেষ হয়।